Monday 7 May 2018

তুমি এতো সুন্দর কেন?

হৃদয়ে যখন রুপ তৃষ্ণা প্রবল আকার ধারন করলো, অনিমেষ পলকে তাকিয়ে রইলেম, নিঝুম রাতের মায়াবী চাঁদের দিকে |
বললেম, "তুমি এতো সুন্দর কেন?

সে বললো আমার চেয়েও আরো সুন্দর আছে,
ভাবলাম, প্রস্ফুটিত গোলাপই হয়তো সবথেকে সুন্দর; সেও বললো, আমি চীর সুন্দর নই!
নগর, বন্দর,আকাশ, পাতাল,তন্নতন্ন করে, একটি একটি রুপ দেখে এসে পেলাম চূড়ান্ত রুপের সন্ধান |
পবিত্র কুরআনে, "সুরা ত্বীনে, মহান রব চারটি বস্তুর কসম করার পর বলেন, মানুষকে সব চেয়ে সুন্দর করে বানানো হয়েছে ||

এই মানুষের মাঝে, যে আমার পরম প্রিয়, তার রুপের সমুদ্রে ডুবে দেখলাম, রুপের তৃষ্ণা মেটার নয়।যতই দেখি সেই রুপ, আরো দেখতে ইচ্ছে করে। সবাই যখন মজনুকে বলতো, লাইলির মতো, এমন একটা কালো মেয়ের মাঝে তুমি কি পেলে? মজনু হেসে বলতো, আমার চোখ দুটি তোমাদের চোখে লাগিয়ে দেখো,আমার প্রিয়ে কত সুন্দর |

লালন সাঁই বলেন, রুপ কাঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয়.............
আমি তোমার রুপের ধ্যান নামক নৌকায় উঠলাম, ইচ্ছে হয় পাড় করো, ইচ্ছে হয় ডুবিয়ে মারো ||

#-মহাত্মা লালন সাঁই (রহঃ)

দেহ তত্ত্ব

★হাতের পাঁচ আঙ্গুলের নাম ও পাক পাঞ্জাতনঃ
1. সাব্বাবা / বৃদ্ধাঙ্গুলী = মোহাম্মদ (সাঃ)
২. সাব্বাহুম / তর্জনী = হযরত আলী (আঃ)
3. সাব্বা / মধ্যমা = মা ফাতেমা (রাঃ)
4. পেনসির / = ইমাম হাসান (আঃ)
5. খেনসির / কনিষ্ঠা = ইমাম হোসেন (আঃ) ★আঠারো হাজার
মাখলুকাতের ভেদ হলো
 (1) -ছয় হাজার
বাচ্চা দিয়ে বংশ বিস্তার করে.

(২) -ছয় হাজার ডিম দ্বারা বংশ
বিস্তার করে.

(3) -ছয় হাজার বীজ
দ্বারা বংশ বিস্তার করে. মানে বিভিন্ন প্রজাতির গাছ.

স্রোষ্টার শ্রেষ্ট সৃষ্টি মানব
জাতীকে  আঠার চিজে মানব দেহ
গঠন করেছেন
বাবার চারটি: -
1. মনি, ২. মগজ, 3. রগ, 4. হাড়.
মায়ের চারটি: -
1. চামড়া, ২. লোম, 3. রক্ত, 4. মাংস.

পরম আত্মার দশটি: -
1. বাকশক্তি, ২. অনুভূতিশক্তি. 3. ঘ্রানশক্তি, 4. দর্শনশক্তি, 5. শ্রবনশক্তি, 6. বিবেকশক্তি, 7. অন্তদৃষ্টিশক্তি, 8. জমাতাত, 9. নবাতাত, 10. হায়েন.
মহান আল্লাহর ইচ্ছাই আঠারো চিজে ছয় দিনে
মানবদেহ গঠন করে. ★★★★★★★★★মানবের
স্তর কয়টি  ★মানবের  স্তর মোট ৯ টি
যেমন: ★(1) ফানা ফিস নফস,★ (২) -ফানা ফিশ শায়েখ. ★(3) -ফানা ফির রাসুল
★(4) -ফানা ফিল্লাহ. ★(5) ফানায় কাবা
★(6) -বাকা বিল্লাহ. ★(7) নুরীতত্তন ★(8) কেসিফাতন. ★(9)লা মোকাম বা শুন্য। অনেকে আবার লা মোকাম কে প্রথম মোকাম বলে। আমার দেখায়  প্রথমে আপনার নিকট কিছু ছিল না সেই জন্য লা হবে প্রথম মোকাম  কারন লা মানে শুন্য, যখন আপনি গুরুর নিকট যাবেন তখন আপনি আর লা মানে শুন্যতে থাকলেন না। আর আপনি যখন সাধনা করে শেষ স্তরে পৌছিয়ে  যাবেন তখন লয় হয়ে উর্ধ্বে উপরে যাবেন মিশে।  আমার দেখায় মানবের স্তর হলো মোট ১০ টি, আর যে সকল পীরেরা মাত্র চারটি বা পাঁচটি  স্তর বলে তারা ভুল বলে! কেননা তারা সঠিক ভাবে জানে না ★ আমি ★(আব্দুল্লাহ আল রায়েদ কুতুবিয়া কলন্দর বলছি,)★  বিলিভ না হলে আপনার নিজ নিজ গুরুর নিকট আদবের সহিত পস্ন করে দেখুন তারা বলতে পারে কিনা দেখুন আমি ভুল বলছি কিনা প্রমান হয়ে যাবে ★ এবং অন্য সাধুগন ও জানে না।★  #এই #নয়টি  #স্তরের #সঠিক #পূর্নরুপের #সংস্কারক #আমি #আব্দুল্লাহ #আল #রায়েদ।

মানব অজুদের বর্ণনা:
(1) -মানবের পাঁচ মোকাম- লাহুত (নাক), লাছুত (চুক্ষ), মা লাকুত (কান), জাবারুল (জিহবা) হাহুত দমের ঘরে। .পঞ্চমে আছে হাহুত, বিরাজ করে হুয়ের সেকেল 'হু' বিনে কেউ থাকে না, হু দেখবি যদি হয় হুশিয়ার ধরে গুরুর চরণ তলে। যাথাক্রমে যে  লাল সবুজ, সফেদ, ছিয়া, জর্দ.

★চার ফেরেস্তা: ইসরাফীল (আ), মিকাইল (আ), আজরাইল (আ)
, জীবরাইল (আ).
★এগুলো হলো দেল কোরান.
1.দর্শন
২.শ্রবন
3.গন্ধ
4.স্বাদ
5.বাক
6.দেহ
7.মন
8.আহাদ
9.আহমদ ও
10.মোহাম্মদ★
 ★ পঞ্চ  অজুদ হলো মোট ২৫টি।
• মাটি হতে: হাড়, মাংস, ত্বক, রগ, পশম.
• পানি হতে: শুক্র, রক্ত, মজ্জা, মল ও মুত্র •আগুনহতে:ক্ষুধা,তৃষ্ঞা,নিদ্রা,আলস্য,ভ্রান্তি • বাতাস হতে: ধারণ, চলন, সংকোচন, প্রসারণ, ক্ষেপন.
• ছাফা হতে: কাম, ক্রোধ, লোভ, মোহ ও লজ্জা. ★( -চার কালিমা:) তামজিদ, তৈয়ব, শাহাদত, তাওহীদ.

(মানব দেহের দশ দরজা)
 প্রেসাবে এক দরজা, কানে
দুই দরজা, নাক দুই
দরজা, পায়খানা এক দরজা, চক্ষু
দুই দরজা, আপনার মুখ এক দরজা এবং মাথার তালুতে এক যা বন্ধ করে দেয়া হয়েছে. অনেকে নাভি কে বন্ধ দরজা বলে এবং অনেক সাধুর মতে এবং আমার দেখাতে  সুষম্না হলো প্রকৃত  বন্ধ দরজা কেননা সুষম্নার  দারটি যখন উম্মচন হয় সাধক তখন সব কিছু দেখতে পায় এই হলো দশ দরজা।

জ্ঞানন্দ্রীয় পাচঁটি: চক্ষু, কর্ন, নাসিকা, ত্বক এবং জিহবা.

মানবদেহে ছয়
মোকামে জিকির জারী
হয়: নফছ, রুহ, ছের, খফি, আখফা এবং ক্বলব★ ★মাথা = মীম
মগজ = হে
কান = তে, যে
চোখ = আয়েন, গায়েন
নাক = লাম আলিপ
ঠোট = লাম মীম
ফোফড়া, ফেসকি = ফা
মুখ = বে
জিহবা = জীম
বাজু = ছিন, সিন
কলিজা = ক্বফ
নাভি = বড় ক্বাফ
হৃদ = ছোয়াদ, ধোয়াদ
নুনু, খুন, নাড়িভূড়ি = নুন
জানু = দাল, জাল
হাড় = হে
পায়ের বেড়ী = ইয়া, ইয়ায়ে মারুফ
টিমটিমারি = হামজা
তিল্লী = ত্বয়, জ্বয়
আওয়াজ = ওয়া
দম = জে★★ ★★★★★★★★★★★★আব্দুল্লাহ আল রায়েদ কুতুবিয়া কলন্দর ★সংগ্রহ

তুমি এতো সুন্দর কেন?

হৃদয়ে যখন রুপ তৃষ্ণা প্রবল আকার ধারন করলো, অনিমেষ পলকে তাকিয়ে রইলেম, নিঝুম রাতের মায়াবী চাঁদের দিকে | বললেম, "তুমি এতো সুন্দর কেন? স...